Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Attack in School: স্কুলে ঢুকে হামলা-ভাঙচুর, মহিলাদেরও মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান

Attack in School: এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলটিতে। এলাকার তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধেই স্কুলে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Tmc leader accused of attack on school in Sundarban jharkhali, সুন্দরবনের ঝড়খালিতে স্কুলে হামলা
ঝড়খালি কোস্টাল পুলিশ স্টেশন।

Sundarban-Jharkhali: আবারও স্কুলে ঢুকে হামলার অভিযোগ। ফের একবার কাঠগড়ায় তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল সুন্দরবনের ঝড়খালি এলাকা। সুন্দরবনের ঝড়খালিতে স্কুলে হামলার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। শ’দেড়েক অনুগামী নিয়ে ওই উপপ্রধান স্কুলে চড়াও হন বলে অভিযোগ। স্কুলে চলে বেপরোয়া ভাঙচুর। মহিলাদের উপরেও হামলার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।

এর আগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার একটি স্কুলেও একইভাবে এলাকারই কয়েকজন তৃণমূল নেতার মদতে হামলার অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে অবশ্য স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। এবারও সেই দক্ষিণ ২৪ পরগনা জেলারই আরও একটি স্কুলে হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।

সুন্দরবনের ঝড়খালি এলাকার পার্বতীপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল চালায়। সংগঠনের সেই স্কুলের দখল চায় স্থানীয় পঞ্চায়েত, এমনই দাবি তাঁদের। জানা গিয়েছে, স্কুলের জন্য জমি পঞ্চায়েতই দিয়েছিল। স্কুল ভবনটির সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার তথা এক নির্যাতিতা মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, এলাকার গরিব বাচ্চাদের জন্যই তৈরি হয়েছে স্কুল। তিনি বলেন, “স্কুলটি যাতে বন্ধ করে দিতে আমরা বাধ্য হই সেই চেষ্টা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকের হুমকি দিচ্ছে স্থানীয় পঞ্চায়েতেরই লোকজন।”

আরও পড়ুন- West Bengal Horror: চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠিপেটা, ক্লাবের ভিতরে নৃশংস অত্যাচার, ভাইরাল ভিডিওয় বিতর্ক

স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মণ্ডলের বিরুদ্ধে স্কুলে হামলার অভিযোগ উঠেছে। দিলীপ মণ্ডলই তার অনুগামীদের নিয়ে গিয়ে স্কুলে গিয়ে হামলা করেছে বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মণ্ডলের পাল্টে যাবি, স্কুলটিতে ছাত্রছাত্রীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়। স্কুলে বাচ্চাদের খাবারও ঠিকঠাক দেওয়া হয় না। এলাকার মানুষজন স্কুলটির উপর ক্ষুব্ধ। তাঁর বিরুদ্ধে স্কুলে হামলার অভিযোগও অস্বীকার করেছেন দিলীপ মণ্ডল।

আরও পড়ুন- বাংলার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায় ১০০% পড়ুয়াই ডাহা ফেল! মাথায় বাজ পড়ার জোগাড়

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc leader accused of attack on school in sundarban jharkhali

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com