Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

স্কুল তখন চলছিল, আচমকা কিলবিল করতে করতে ওসব কী বেরিয়ে এল?

এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকদের অনেকে স্কুলে ছুটে আসেন। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে ঘোর আতঙ্কে রয়েছে। এব্যাপারে এখনই যথোপযুক্ত পদক্ষেপের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। গোটা ঘটনায় স্কুলের পড়ুয়ারাও আতঙ্কে রয়েছে।

snakes recovered from Malda's English Bazar school
প্রতীকী ছবি।

এক এক করে স্কুলের পরিত্যক্ত ঘর থেকে বেরোচ্ছে বিষধর গোখরো সাপের বাচ্চা। রীতিমতো স্কুল চলাকালীন মাঠের একপাশে কিলবিল করছে বিষধর সাপ। যা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়েছে মালদা গার্লস হাইস্কুলের ছাত্রীদের।

স্কুল টাইমে এমন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের ফিরোজপুর এলাকার মালদা গার্লস হাইস্কুলে। এই ঘটনার খবর পৌঁছোয় বন দফতরের কর্তাদের কাছে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে কমপক্ষে ১০টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করেন ওই স্কুলের একটি পরিত্যক্ত জায়গা থেকে। কি��্তু বড় কোনও বিষধর সাপ উদ্ধার হয়নি। বন দফতরের কর্মীদের আশঙ্কা, স্কুল চত্বরে বাচ্চা সাপগুলোর মা থাকতে পারে।

সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গিয়েছে, মালদা গার্লস হাইস্কুলের পাশাপাশি সকালে প্রাথমিক স্কুল রয়েছে। হাইস্কুল চলাকালীন ওই স্কুলের এক নৈশ্য প্রহরী বিষধর সাপের বাচ্চাগুলি দেখতে পান। এরপরই স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ থেকে একের পর এক সাপ উদ্ধার। মালদহ গার্লস হাই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বনদফতরের সাহায্য চায় স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘ভোটের সময় যে যত পেরেছে কামিয়েছে’, সবজির দাম বৃদ্ধিতে রেগে আগুন মমতা!

স্কুলে পড়ুয়াদের একাংশের অবিভাবকদের বক্তব্য, ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার মরশুমে সাপ ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। বিষধর সাপের অনেকগুলো বাচ্চা উদ্ধার হয়েছে। কিন্তু মা সাপ উদ্ধার হয়নি। ফলে আতঙ্ক থেকে গিয়েছে। অভিভাবকদের আশঙ্কা, স্কুলের বাচ্চারা এদিক ওদিক খেলাধূলা করে। যদি কিছু অঘটন ঘটে, তার দায়ভার কে নেবে? অবিলম্বে ওই স্কুলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা।

মালদা গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায় বলেন, “সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় আমরাও আতঙ্কিত। স্কুলের নৈশ্য প্রহরী কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। বন দফতরের সাহায্য চাওয়া হয়েছে। স্কুলের পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন- North Bengal: এই বর্ষায় উত্তরবঙ্গ? পর্যটকরা এখবর আগে পড়ুন, না হলে পস্তাবেন!

বনদফতর জানিয়েছে, উদ্ধার হওয়া সাপ গুলি গোখরো। বর্ষায় এই জাতের সাপের ডিম থেকে বাচ্চা জন্মায়। এই সাপ অত্যন্ত বিষধর। তবে বাচ্চা সাপ উদ্ধার হলে, মা সাপ উদ্ধার হয় নি। সেটি আশপাশের থাকার সম্ভাবনা রয়েছে।”

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Snakes recovered from maldas english bazar school

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com