Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Mamata Banerjee: ‘ভোটের সময় যে যত পেরেছে কামিয়েছে’, সবজির দাম বৃদ্ধিতে রেগে আগুন মমতা!

Mamata Banerjee: বর্ষা ঢুকে গেলেও বাজার আগুন। শাক-সবজির দাম চড়চড় করে বাড়ছে ফি দিন। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে আম আদমির নাভিশ্বাস ওঠার জোগাড়। আলু থেকে পেঁয়াজ, টমেটো থেকে বেগুন, শাক-সবজির ক্রমাগত দাম বৃদ্ধির জেরে প্রতিদিন বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা সাধারণ মানুষের। কৃষি পণ্যের এই মূল্যবৃদ্ধি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই দিকে দিকে অসন্তোষ ভীষণভাবে বাড়ছিল। দাম কমানোর লক্ষ্য নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata, Nabanna, মমতা, নবান্ন,
Mamata-Nabanna: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: কৃষি পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বাজার কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত। বৈঠকে টাস্ক কোর্সের কাজেও হতাশা চেপে রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ষা ঢুকে গেলেও বাজার আগুন। শাক-সবজির দাম চড়চড় করে বাড়ছে ফি দিন। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে আম আদমির নাভিশ্বাস ওঠার জোগাড়। আলু থেকে পেঁয়াজ, টমেটো থেকে বেগুন, শাক-সবজির ক্রমাগত দাম বৃদ্ধির জেরে প্রতিদিন বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা সাধারণ মানুষের। কৃষি পণ্যের এই মূল্যবৃদ্ধি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই দিকে দিকে অসন্তোষ ভীষণভাবে বাড়ছিল। শেষমেশ দাম কমানোর লক্ষ্যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষি পণ্য-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধিতে এবারের সাত দফার লোকসভা ভোটকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তুলোধনা করেছেন একাংশের ব্যবসায়ীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিন মাস ধরে ভোট চলেছে। তখন যে যত পেরেছে কামিয়েছে। ভোটের সময় সরকার কমিশনের আওতায় থাকে। কমিশনের তো এটা দেখা কাজ নয়। শুধু অফিসারদের বদলি করলেই কাজ হয়ে যায়?”

আরও পড়ুন- North Bengal: এই বর্ষায় উত্তরবঙ্গ? পর্যটকরা এখবর আগে পড়ুন, না হলে পস্তাবেন!

শাক-সবজির দাম বৃদ্ধি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগের বছরের তুলনায় দাম কিছু জিনিসের বেড়ে গেছে। আলু, বেগুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, পটল সব কিছুর দাম বেড়েছে। বর্ষা এসে গেল, তাও কিছুতেই দাম কমছে না। সাধারণ মানুষ তো এখন বাজারে যেতেই ভয় পাচ্ছে।”

আরও পড়ুন- Arnab Dam: জেলে থেকেই সোনার ইতিহাস! এক বিজ্ঞপ্তিতেই একদা মাওবাদী অর্ণবের স্রোতে ফেরার স্বপ্ন চুরমার

আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী :

“বড় ব্যবসায়ীদের একটা অংশ কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন। রাজ্যের হিমঘরগুলিতে আলু কেন পড়ে রয়েছে?”

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী :

“মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনুন। সুফল বাংলায় ৮ টাকা কমে পেঁয়াজ মিলছে। পেঁয়াজ স্টোর করার চার হাজার পেঁয়াজ গোলা তৈরি করেছি। সেখান থেকে পেঁয়াজ নিচ্ছি। চাষিদের কাছ থেকে কিনলে দাম কমে যাবে। সুফল বাংলায় আমরা কম দামে দিচ্ছি বাজারের তুলনায়। ১০ থেকে ১৫ শতাংশ কম দামে পাওয়া যাবে। নাসিকের পেঁয়াজের উপর ভরসা না করে নিজস্ব সুখসাগরের মতো পেঁয়াজ চাষিদের থেকে কিনুন। পেঁয়াজের দাম ক্রমাগত বেড়েই চলেছে। আগেরবার ছিল ৩৫ এবার তো ৫০। আগে এফসিআই থেকে চাল কিনতাম। এখন রেশনের চাল কৃষকদের থেকে কিনি।”

আরও পড়ুন- Attack in School: স্কুলে ঢুকে হামলা-ভাঙচুর, মহিলাদেরও মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান

টাস্ক ফোর্সের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী:

“মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স গঠন করেছিলাম। তবে শেষ কবে তারা বৈঠকে বসেছে তা জানি না। যতদিন না দাম কমছে ততদিন বৈঠকে বসতে হবে। মুখ্যসচিব, ডিজিকে আমি নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল তা নিয়ে প্রতি প্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee holds meeting with stakeholders to review price situation of agricultural commodities

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com