Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Rohit Sharma retirement: বিরাটের পথে হেঁটেই অবসরের ঘোষণা! চ্যাম্পিয়ন অধিনায়ক হয়েই বুট জোড়া তুলে রাখছেন রোহিত

India T20 World Cup champion: ৩৭ বছরের মহাতারকা ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ক্যাপ্টেন হলেন, যাঁর ক্যাবিনেটে থাকবে বিশ্বকাপ জয়ের ট্রফি। এর আগে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন কপিল দেব (১৯৮৩) এবং এমএস ধোনি (২০০৭ এবং ২০১১)।

T20 World Cup 2024: Rohit and Virat
ICC T20 বিশ্বকাপ 2024 – ফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস – 29 জুন, 2024 ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মা T20 বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে উদযাপন করছেন৷ (রয়টার্স/অ্যাশ অ্যালেন)

Virat Kohli Rohit Sharma retirement: দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই বড় ঘোষণা করে দিলেন রোহিত শর্মা। বলে দিলেন বিশ্বকাপ ফাইনাল-ই এই ফরম্যাটে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের পর রোহিত বলে দিয়েছেন, “এটা আমার-ও শেষ ম্যাচ। এই ফরম্যাটকে বিদায় জানানোর এর থেকে ভালো সময় আর হতে পারে না। এই ফরম্যাটে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। যেদিন থেকে ভারতের জার্সিতে খেলা শুরু করেছি, এটাই অর্জন করতে চেয়েছি। বিশ্বকাপ জিততে চেয়েছি।”

১১ বছর পর আইসিসি ট্রফি জেতার পর আবেগে রুদ্ধ হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন রোহিত। বলে দিচ্ছেন, “আমি হারিয়ে গিয়েছি (আবেগে)। কেমন অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, বলে বোঝানো যাবে না। ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা হজম হোক। গত রাতে ঘুমাতে পারিনি। কারণ তীব্রভাবে এই খেতাব জিততে চেয়েছি। তবে মাঠে নিজেকে সংযত রাখতে পেরেছি।”

৩৭ বছরের মহাতারকা ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ক্যাপ্টেন হলেন, যাঁর ক্যাবিনেটে থাকবে বিশ্বকাপ জয়ের ট্রফি। এর আগে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন কপিল দেব (১৯৮৩) এবং এমএস ধোনি (২০০৭ এবং ২০১১)।

রোহিত প্ৰথম ক্যাপ্টেন হিসাবে টি২০ আন্তর্জাতিকে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ের কীর্তিও অর্জন করলেন। ৫০তম জয় এল একেবারে ওয়ার্ল্ড কাপ ফাইনালে।

২০২১-এ টি২০ বিশ্বকাপে ভারতের শোচনীয় ফলাফলের পর আজ ফরম্যাটে কোহলিকে সরিয়ে নেতা হন রোহিত। তারপরের বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ভারত সেমিতে পৌঁছয় রোহিতের নেতৃত্বে। তবে সেবার ইংল্যান্ড হারিয়ে দেয় ভারতকে।

রোহিতের নেতৃত্বে এবার টি২০ বিশ্বকাপের প্ৰথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ারও ক��র্তি গড়েছে টিম ইন্ডিয়া। ১১ বছর বিশ্বকাপ ঢোকেনি ভারতে। সেই বন্ধ্যাত্ব ঘুচিয়ে দিল রোহিতের ভারত।

রোহিতের আগে ট্রফি জয়ের মঞ্চে দাঁড়িয়ে কোহলিও অবসরের ঘোষণা করেছিলেন এই ফরম্যাটে। বলে দিয়েছিলেন, “এটাই আমার শেষ টি২০ বিশ্বকাপ। এই অর্জনেই আমরা পাখির চোখ করেছিলাম। এক-একদিন মনে হয় আমি আর রান করতে পারব না। তারপর এরকম ঘটে। ঈশ্বর সদয় হয়েছেন। এটাই আমার কাছে শেষ সুযোগ ছিল। এটাই আমার টি২০ আন্তর্জাতিকে শেষ ম্যাচ। আমরা কাপ জিততে চেয়েছিলাম।”

“এমন নয় যে আমরা হেরে গেলে এই ঘোষণা করতাম না। পরবর্তী প্রজন্মের এবার জাতীয় টি২০ দলকে টানার সময় এসেছে। আইসিসি টুর্নামেন্ট জেতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হল। রোহিতের মত কেউ ৯ টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলল। আর এটা আমার ষষ্ঠ। এই জয় ওঁর-ও প্রাপ্য।”

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: T20 world cup 2024 like virat kohli team india captain rohit sharma announces t20i retirement

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com