Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Rohit Sharma-Rahul Dravid: রোহিতের ‘স্ত্রী’ দ্রাবিড়! বিশ্বকাপ জয়ের দুই মহানায়কের সম্পর্কের কথা এবার ভাইরাল করলেন রীতিকা

Rohit Sharma relationship with Rahul Dravid: বিশ্বকাপ জয়ের পরেই আসল সম্পর্কের কাহিনী প্রকাশ্যে এল

Rohit, Dravid, রোহিত, দ্রাবিড়,
Rohit-Dravid: টি২০ বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়। (ছবি- ইনস্টাগ্রাম)

Rohit Sharma and Rahul Dravid: টি২০ বিশ্বকাপ জেতার পর ‘কাজের’ মানুষ রাহুল দ্রাবিড়ের প্রতি আগেই তাঁদের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বজয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের স্ত্রীও দ্রাবিড়ের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করলেন। দ্রাবিড়কে ‘কাজের স্ত্রী’ বলে তিনি উল্লেখ করলেন। এমনিতে, রাহুল দ্রাবিড় অধিনায়ক থাকাকালীন রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। সেটা ২০০৭ সাল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ছিল রোহিতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

আর, সেই রাহুলই সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন। আর, রোহিত অধিনায়ক। কোচ হিসেবেও দ্রাবিড় কতটা সফল, তা এবারের টি২০ বিশ্বকাপই প্রমাণ করে দিল। তার আগে গতবছর দ্রাবিড়ের কোচিংয়েই টিম ইন্ডিয়া অপরাজিত থেকে একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল।

আর, সেই সব কারণেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ জয়ের পর তিন বছর ধরে ভারতীয় দলের প্রধান কোচ থাকা রাহুল দ্রাবিড়কে শ্রদ্ধা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। দ্রাবিড় পরে জানিয়েছেন, রোহিতই একদিনের বিশ্বকাপ জয়ের পর তাঁকে অন্তত টি২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ রাখার জন্য বোর্ডের ওপর চাপ তৈরি করেছিল। সেই চাপ যে শেষ পর্যন্ত সুফলই দিয়েছে ভারতীয় দলের টি২০ বিশ্বকাপ জয়ই তার বড় প্রমাণ।

তাতে দ্রাবিড়ের প্রতি রোহিতের আস্থা আর সম্মান দুটোই বেড়েছে। যা প্রকাশ করতে আবেগতাড়িত রোহিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রিয় রাহুল ভাই, আমি এই ব্যাপারে আমার অনুভূতিগুলোকে সঠিকভাবে প্রকাশ করার জন্য সঠিক শব্দ খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু, আমি নিশ্চিত নই যে আমি সেটা পারব। তার মধ্যেই চেষ্টা চালালাম।’

এই ইনস্টাগ্রাম পোস্টে রোহিত লিখেছেন, ‘আমার শৈশবকাল থেকে আমি কোটি কোটি মানুষের মত আপনার দিকে তাকিয়ে আছি। আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। আপনি এই খেলার (ক্রিকেটের) একজন স্তম্ভ। তারপরও আপনি সব কৃতিত্বের পাট চুকিয়ে আমাদের কোচিং করাতে এসেছিলেন। এজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কোচ হিসেবে আপনার সঙ্গে আমরা মন খুলে কথা বলতে পেরেছি।’

রোহিত তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘এটা আপনার উপহার, আপনার বিনয় এবং এত সময় পরেও এই খেলার প্রতি আপনার ভালবাসার প্রমাণ। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। সেই প্রতিটি স্মৃতি আজও অটুট। আমার স্ত্রী আপনাকে আমার কাজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। আমি ভাগ্যবান যে আপনাকেও ডাকতে পেরেছি। এটি (টি২০ বিশ্বকাপ শিরোপা) আপনার ভাণ্ডারে অনুপস্থিত একমাত্র শিরোপা। আমি খুব খুশি যে আমরা একসাথে এই শিরোপা অর্জন করতে পেরেছি। রাহুল ভাই, আপনি আমার আস্থাভাজন, আমার কোচ। আপনাকে বন্ধু বলে ডাকতে পারা এক পরম সৌভাগ্যের বিষয়।’

জুনের শুরুতে ভারত টি২০ বিশ্বকাপে নামার আগে নিউ ইয়র্কে সাংবাদিকদের আবেগপ্রবণ রোহিত বলেছিলেন, ‘আমি তাঁকে কোচ হিসেবে থাকার জন্য অনুরোধ করেছিলাম। কারণ, এখানে স্পষ্টতই এমন অনেক বিষয় রয়েছে, যা তাঁরপক্ষেই দেখভাল করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবেও তাঁর সঙ্গে উপযোগী সময় কাটিয়েছি।’

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার হেড কোচ ঘোষণা করলেন জয় শাহ! কেন গুরুর দায়িত্বে গম্ভীর-ই তা-ও জানালেন

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পরে রোহিতই বুঝিয়ে দ্রাবিড়কে কোচ রেখেছিলেন। সেকথা জানিয়ে দ্রাবিড় পরে বিসিসিআইয়ের একটি ভিডিওতে বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, রো (রোহিত)। নভেম্বরে সেই ফোনকল করার জন্য এবং আমাকে কোচের দায়িত্ব চালিয়ে যেতে বলার জন্য। আপনাদের প্রত্যেকের সঙ্গে কাজ করা একটি বিশেষ সুযোগ এবং আনন্দের বিষয়, একইভাবে Ro এর সঙ্গেও। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অধিনায়ক ও কোচ হিসেবে জানি, আমাদের অনেক আলোচনা করতে হয়। নানা বিষয়ে একমত হতে হয়। এজন্য আলোচনার দরকার হয়।’

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Rohit sharma wife rahul dravid ritika sajdeh

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com