Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Abhishek Sharma-Shubman Gill: সেঞ্চুরি অভিষেকের, নাম হল শুভমানের! টিম ইন্ডিয়ার অন্দরমহলের আসল রহস্য হঠাৎ ফাঁস

Abhishek Sharma century against Zimbabwe: জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করে নিজের আবির্ভাব জানান দিয়েছেন অভিষেক।

abhishek sharma, shubman Gill bat
abhishek sharma, shubman Gill bat: শুভমানের ব্যাটেই শতরান অভিষেকের (টুইটার)

Abhishek Sharma, Shubman Gill bat: টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেকটা ভালো হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত খেলা অভিষেক শর্মার। জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করে নিজের আবির্ভাব জানান দিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরাও হন তিনি। অভিষেক তার ছোটবেলার বন্ধু এবং সিরিজে তাঁর অধিনায়ক শুভমান গিলের ব্যাট দিয়ে এই সেঞ্চুরি করেন। ভারতের জয়ের পর এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

শুভমান গিলের ব্যাট নিয়ে খেলেছেন অভিষেক

ম্যাচ শেষে ব্যাট নিয়ে কথা বললেন অভিষেক। উপস্থাপনায় তিনি বলেন, “আজ আমি শুভমন গিলের ব্যাট নিয়ে খেলেছি। আমি এর জন্য শুভমান গিলকে ধন্যবাদ জানাতে চাই। অনূর্ধ্ব ১২ পর্যায় থেকেই, ওঁর ব্যাট নিয়ে খেলে আমি রান করেছি। যখনই মনে হয়েছে, একটা চাপের ম্যাচ খেলতে চলেছি, বা এমন একটা ম্যাচ যেখানে পারফর্ম করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, সেই সময়েই প্রায়ই ওঁর ব্যাট ধার করি। এমনকি আইপিএলেও আমি বেশিরভাগ সময় ওঁর ব্যাট নিয়ে খেলেছি। ও আমাকে এই ব্যাট দিয়ে ছিল ম্যাচের সময়। আমার মনে হয় এই ইনিংসটা বেশ ভালো ছিল।”

ভারতের জন্য হারটা সহজ ছিল না

প্ৰথম ম্যাচে হার নিয়েই বক্তব্য রেখেছেন অভিষেক। বলেছেন, ‘ মনে হয় দারুণ ইনিংস খেলেছি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আমরা যে পরাজয়ের শিকার হয়েছিলাম তা আমাদের জন্য সহজ ছিল না। আমি ভেবেছিলাম আজ আমার দিন হতে চলেছে এবং এটার সদ্ব্যবহার করতে বদ্ধপরিকর ছিলাম। মনে হয় টি-টোয়েন্টিতে মোমেন্টাম ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি সেটাই করেছি।”

অভিষেক নিজের যোগ্যতায় আত্মবিশ্বাসী

অভিষেক ধন্যবাদ জানিয়েছেন তাঁর কেরিয়ারে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন, ‘আমার প্রতি আস্থা দেখানোর জন্য আমি আমার কোচ, আমার দলের অধিনায়ক এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি একজন তরুণ খেলোয়াড় হিসেবে যখনই আপনার সুযোগ আসে তখনই আপনার নিজেকে প্রমাণ করতে হবে। আমি প্রতি ওভারের পর রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে কথা বলছিলাম। নিজের ক্ষমতায় বিশ্বাস করি এবং বল আমার আর্কে বল থাকলে আমি ব্যাট চালাবই।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs zim abhishek sharmas century came with shubman gill bat reason revealed

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com