Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Rahul Gandhi Manipur Visit: হিংসা বিধ্বস্ত মণিপুরে সফর রাহুল গান্ধীর! কড়া নিরাপত্তায় জারি একাধিক নিষেধাজ্ঞা

লোকসভায় বিরোধীদল নেতা হওয়ার পর উত্তর-পূর্বে এটাই হবে রাহুল গান্ধীর প্রথম সফর।

"Congress , Rahul Gandhi, Congress MP Rahul Gandhi , Rahul Gandhi to Visit Manipur, Jiribam , Violence, Ban on Flying Drone, Balloons , রাহুল গান্ধী, কংগ্রেস, রাহুল গান্ধীর মণিপুর সফর, জিরিবাম,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali
লোকসভায় বিরোধীদল নেতা হওয়ার পর উত্তর-পূর্বে এ���াই হবে রাহুল গান্ধীর প্রথম সফর।

Rahul Gandhi Manipur Visit: আজ মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। সোমবার হিংসা-বিধ্বস্ত উত্তর-পূর্ব রাজ্যে যাওয়ার আগে অসমের কাছাড় জেলায় বসবাসকারী মণিপুরের বাস্তুচ্যুতদের সঙ্গে দেখা করবেন তিনি। অসম কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বোরাহ রবিবার সংবাদমাধ্যমকে বলেন, রাহুল গান্ধী নয়াদিল্লি থেকে একটি বিশেষ বিমানে অসমের শিলচরে আসবেন সেখান থেকে সড়কপথে তিনি কাছাড়ে বাস্তুচ্যুত মানুষের সঙ্গে দেখা করবেন।

সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, বোরাহ বলেছেন, “রাহুল গান্ধী সোমবার সকাল ৯টায় শিলচর বিমানবন্দরে পৌঁছাবেন এবং সড়কপথে মণিপুরের জিরিবামে যাবেন। এর আগে তিনি অসমে মণিপুরের বাস্তুচ্যুতদের সঙ্গে দেখা করবেন। জিরিবাম পরিদর্শন করার পর, তিনি শিলচর বিমানবন্দর হয়ে ইম্ফলের উদ্দেশ্যে উড়ে যাবেন।

আরও পড়ুন : [ Mumbai Hit And Run Case: ‘হিট অ্যান্ড রানে’র ঘটনায় ‘অ্যাকশনে’ পুলিশ! শিবসেনার নেতার ছেলের ��িরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ ]

মণিপুরের জিরিবামের হিংসার পর ১৭০০-র বেশি মানুষ গত মাসে কাছাড় জেলার লখিপুর এলাকায় আশ্রয় নিয়েছে। লোকসভায় বিরোধী দল নেতা হওয়ার পর উত্তর-পূর্বে এটাই হবে রাহুল গান্ধীর প্রথম সফর। রাহুল গান্ধীর সফর ঘিরে জেলায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মণিপুইরকে। সেই সঙ্গে ড্রোন ব্যবহার করে এরিয়াল ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Security tightened in manipur ahead of rahul gandhis visit ban on aerial photography using drones781162

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com