Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Best beaches to visit during monsoon: মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা হবে! ভরা বর্ষায় ঢুঁ মারুন তাকলাগানো এই সি বিচগুলিতে

Offbeat Beaches: ভরা বর্ষায় নজরকাড়া কয়েকটি সমুদ্র সৈকতের হদিশ মিলবে বিশেষ এই প্রতিবেদনে। যেখানে একবার পা রাখলে ফিরতে আর মনই চাইবে না। বর্ষায় এই সমুদ্র সৈকতগুলির মনোমুগ্ধকর পরিবেশ হৃদয়ে ঝড় তুলবেই। বাছা-বাছা এই সি বিচগুলিতে ভরা বর্ষায় পর্যটকদের আনাগোনা বেশ কমই থাকে। নিরিবিলি পরিবেশে বেড়ানোর অনন্য এক অভিজ্ঞতা নিতে বিশেষ এই প্রতিবেদনটি আগে পড়ুন।

Offbeat Beaches in India To Visit During Monsoon, বর্ষায় বেড়ানোর সেরা কয়েকটি সি বিচ
Offbeat Beaches: বর্ষায় ঘুরে আসুন অফবিট এই সি বিচগুলি থেকে।

Best beaches to visit during monsoon: ভরা বর্ষায় অপরূপ কয়েকটি সি বিচে বেড়াতে যাবেন? কাছেপিঠেই রয়েছে তেমনই চিত্তাকর্ষক বেশ কয়েকটি সমুদ্র সৈকত। যেখানে একবার গেলে মন বাঁধা পড়ে যাবেই। বিশেষ এই প্রতিবেদনে ভ্রমণরসিকদের জন্য তেমনই কয়েকটি নজরকাড়া সমুদ্র সৈকতের হদিশ মিলবে।

রাধানগর সৈকত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

হ্যাভলক দ্বীপের রাধানগর সমুদ্র সৈকতকে এশিয়ার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত হিসেবে বিবেচনা করা হয়। বর্ষাকালে এতল্লাটের সবুজের সমারোহ হৃদয় জুড়োবে। পর্যটকের আনাগোনা এখানে বেশ কম। সাদা বালির এই বিচ এককথায় অসাধারণ। ভরা বর্ষায় এপ্রান্তের নজরকাড়া সৌন্দর্য্যএ মোহিত না হয়ে পারবেন না।

চাঁদিপুর সমুদ্র সৈকত, ওডিশা

ওড়িশার চাঁদিপুর সমুদ্র সৈকত তার অনন্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত। যেখানে ভাটার সময় সমুদ্র ৫ কিলোমিটার পর্যন্ত সরে যায়। বর্ষাকালে, এখানে ভিড় কম হয়। এসময়ে মেঘলা আকাশে ঘেরা এই সমুদ্র সৈকতের অপরূপ শোভা ভাষায় বর্ণনা কঠিন।

গোপালপুর সি বিচ, ওডিশা

ওড়িশার গোপালপুর সমুদ্র সৈকত শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বর্ষাকালে, আশেপাশের ক্যাসুয়ারিনা গ্রোভস এবং নারকেল, খেজুর গাছ যেন আরও সবুজ হয়ে ওঠে। সোনালি বালির এই সি বিচ এককথায় অসাধারণ। সমুদ্র সৈকতের পুরানো বাতিঘর এবং ঔপনিবেশিক ইতিহাস আপনার বেড়ানো অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আরও পড়ুন- Tips to reduce Electricity Bill: দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!

বাটারফ্লাই বিচ, গোয়া

বাটারফ্লাই সমুদ্র সৈকত হল গোয়ার লুকানো রত্নগুলির মধ্যে একটি। যা প্রধানত নৌকা বা বনের মধ্য দিয়ে একটি চ্যালেঞ্জিং ট্রেক করে পৌঁছানো যায়। এই সি বিচে গেলে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির প্রজাপতির। রঙ বেরঙের প্রজাপতি দলের অবাধ বিচরণ। চারপাশের সবুজ পরিবেশ এই সি বিচকে আরও সুন্দর করে তুলেছে। গোয়ার ব্যস্ত পর্যটন কেন্দ্রগুলি থেকে এতল্লাট সত্যিই আলাদা। বর্ষায় বেড়ানোর অন্যতম সেরার সেরা জায়গা এই বাটারফ্লাই সি বিচ।

আরও পড়ুন- Lower Berth in Train: দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থ পাচ্ছেন না? চিন্তার দিন শেষ! শুধু করুন এই কাজটি

আরামবোল সি বিচ, গোয়া

উত্তর গোয়ার আরামবোল সমুদ্র সৈকত তার আরামদায়ক পরিবেশের জন্য বিখ্যাত। বর্ষাকালে এখানকার অপরূপ সৌন্দর্য্যে মোহিত হয়ে যাবেন। প্রকৃতি প্রেমীদের জন্য এই সি বিচ এককথায় স্বর্গরাজ্যের মতো। যারা নির্জনতায় গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে চান, তাঁদের জন্য এই সমুদ্র সৈকত একেবারে পারফেক্ট চয়েজ।

আরও পড়ুন- Star rating in AC: গুজবে কান নয়! আসলে কোন AC বিদ্যুতের খরচ বাঁচায়? 3 স্টার না 5 স্টার?

চেরাই বিচ, কেরালা

কেরালার কোচির কাছে রয়েছে এই চেরাই সমুদ্র সৈকত। সমুদ্র এবং ব্যাক ওয়াটারের একটি সুন্দর মিশ্রণ এখানে এলে চোখে পড়ে। বর্ষার বৃষ্টি এর আশেপাশের পরিবেশকে লোভনীয় করে তোলে। এই সমুদ্র সৈকতটি তার দীর্ঘ উপকূলরেখা, সোনালি বালি এবং কখনও কখনও ডলফিনের জন্য পরিচিত হয়েছে। বর্ষাকালে এর কাছাকাছি ব্যাকওয়াটারগুলি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে।

আরও পড়ুন- Tips to reduce AC Bills: দিনে ১৫-১৬ ঘণ্টা AC চালালেও বিদ্যুতের বিল নাগালেই! শুধু করুন এই কাজটি

পালোলেম সি বিচ, গোয়া

দক্ষিণ গোয়ার পালোলেম সৈকত তার অর্ধচন্দ্রাকার উপসাগর এবং শান্ত জলের জন্য পরিচিত। বর্ষাকালে এখানকার সবুজ এবং শান্ত পরিবেশ যেন মনকে নাড়া দিয়ে যায়। সবুজে সবুজ এই সমুদ্র পাড় ভরা বর্ষায় আরও সুন্দরী হয়ে ওঠে। এককথায় নিরালায় যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে চান, এই স্থান তাঁদের যেন একেবারে পারফেক্ট চয়েজ।

মুরুদেশ্বর বিচ, কর্নাটক

মুরুদেশ্বর সমুদ্র সৈকত ভগবান শিবের লম্বা মূর্তির জন্য বিখ্যাত। বর্ষায় এতল্লাটের সবুজে ঘএরা পরিবেশ যেন প্রাণ ফিরে পায় নতুন করে। এই সময়ে সৈকত থাকে শান্ত। মনোরম আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে আহ্লাদে আটখানা না হয়ে পারেন না পর্যটকেরা।

আরও পড়ুন- Air Coolers: গুলি মারুন AC-কে, ঘরে বরফ ঝরাতে আজই আনুন সস্তার এই বাম্পার কুলার!

আলিবাগ বিচ, মহারাষ্ট্র

মুম্বইয়ের কাছে আলিবাগ সমুদ্র সৈকত সপ্তাহান্তে ভ্রমণের জন্য একটি জনপ্রিয় স্থান। তবে বর্ষাকালে এখানে কম ভিড় হয়। বৃষ্টি এই সৈকতের চারপাশের সবুজ এবং শান্ত পরিবেশে আলাদাই একটি সতেজতা এনে দেয়। জোয়ার কম হলে আপনি এখানকার ঐতিহাসিক কোলাবা দুর্গে যেতে পারেন।

কোলভা সি বিচ, গোয়া

কোলভা সমুদ্র সৈকত গোয়ার দীর্ঘতম সৈকতগুলির মধ্যে একটি। বর্ষাকালে এখানে কম পর্যটক আসেন। ঠিক সেই কারণেই বর্ষার মরশুমে এই সি বিচ বেশ স্বস্তিদায়ক হয়ে ওঠে। কোলভা সমুদ্র সৈকত বৃষ্টির সময় একটি নির্মল জায়গায় পরিণত হয়, যা প্রকৃতিকে উপভ��গ করার জন্য এবং সমুদ্রের ধারে বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Bengali App.

Web Title: Offbeat beaches in india to visit during monsoon

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com