Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Rukmini Moitra: মায়াপুর ইস্কনে বড় হয়েছেন ‘কৃষ্ণপ্রেমী’ রুক্মিণী, তাঁর নাম রাখার নেপথ্যেও রয়েছে মস্ত বড় ইতিহাস!

Rukmini Moitra – Iskcon: পরনে ঘিয়ে রঙের শাড়ি, গলায় জুঁইয়ের মালা, একদম যেন বৈষ্ণবী সেজে হাজির হলেন তিনি। অভিনেত্রী সেখানে গিয়ে, বেশ কিছু কথা বললেন যেগুলি অনেকেরই অজানা।

Rukmini moitra shared a statement how she brought up in mayapur iskcon
Rukmini Moitra – Iskcon: পুরাণ অনুসারে রুক্মিণী, শ্রী কৃষ্ণের স্ত্রী…আর অভিনেত্রী রুক্মিণী নিজেও কৃষ্ণপ্রেমে মাতোয়ারা।

তাঁর নাম রুক্মিণী কেন? ঠিক কী কারণে? টলিউড ইন্ডাস্ট্রির হিট নায়িকা তিনি। জিতের সঙ্গে কাজ করেছেন বুমেরাং ছবিতে। দেবের সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন নানা হিট। তবে, গতকাল রথের দিন, প্রকাশ পেল তাঁর নামের পেছনে অজানা তথ্য।

গতকাল ইস্কনের রথে সেজেগুজে গিয়েছিলেন রুক্মিণী। পরনে ঘিয়ে রঙের শাড়ি, গলায় জুঁইয়ের মালা, একদম যেন বৈষ্ণবী সেজে হাজির হলেন তিনি। অভিনেত্রী সেখানে গিয়ে, বেশ কিছু কথা বললেন যেগুলি অনেকেরই অজানা। অভিনেত্রীর নাম যে রুক্মিণী, তাঁর নেপথ্যেও রয়েছে কারণ।

পুরাণ অনুসারে রুক্মিণী, শ্রী কৃষ্ণের স্ত্রী…আর অভিনেত্রী রুক্মিণী নিজেও কৃষ্ণপ্রেমে মাতোয়ারা। গতকাল জগন্নাথের রথযাত্রা উৎসবে, রুক্মিণী বললেন…

আরও পড়ুন – Rukmini Maitra: আমার সঙ্গে জিৎদার সম্পর্ক���াই তো কেমিস্ট্রি, আলাদা করে জুটি নিয়ে ভাবিনি: রুক্মিণী মৈত্র

“আপনারা সবাই এখানে এসেছেন। প্রতিবছর আপনারা এখানে আসেন। আমার একটা গল্প আছে। আমি ইস্কনে বড় হয়েছি। কিন্তু মায়াপুরের ইস্কনে। আমার নামও রুক্মিণী এই কারণেই কৃষ্ণ ঠাকুরের স্ত্রীর কথা ভেবেই। আমি এবং আমার পরিবার ছোটবেলা থেকে ইস্কনের লাইফ মেম্বার। অনেকবছর ধরে ওনারা আমাদের বলছেন, এখানে আসার জন্য। কিন্তু ওই যে বলে না, ভগবান চাইলে আসা যায়।”

উল্লেখ্য কিছুদিন আগেই বুমেরাং রিলিজ করেছিল। এদিকে, শুটিং শেষ করেছেন বিনোদিনী ছবির। দ্রৌপদী ছবির ঘোষণা করেছিলেন আগেই। দেবের সঙ্গে শেষ করেছেন টেক্কা ছবির কাজ। পুজোতেই আসছে সেই ছবি।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rukmini moitra shared a statement how she brought up in mayapur iskcon

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com