Associate Partner
Granthm
Education Partner
XAT
Samsung

Share Market: ফিরছেন মোদী ইঙ্গিতেই চাঙ্গা শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটি!

এক্সিট পোলের সমীক্ষা সামনে আসার পর শেয়ার বাজারে উচ্ছ্বাস। ফিরছেন মোদী, এমনই লক্ষণ দেখা দিতেই সেনসেক্স-নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

"exit poll 2024,exit poll,stock market,exit polls market impact,share market,exit poll 2024 lok sabha,exit poll news,stock market today,election exit poll,stock market live,live exit poll,exit polls market volatility risks,exit poll results today,exit poll results 2024, share market,stock market,stock market for beginners,share market basics,basics of share market,indian share market,share market course,what is share market,share market trading,share market india,share market tips,share market news,how to begin investing in the share market"
এক্সিট পোলের সমীক্ষা সামনে আসার পর শেয়ার বাজারে উচ্ছ্বাস। ফিরছেন মোদী, এমনই লক্ষণ দেখা দিতেই সেনসেক্স-নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

Share Market: এক্সিট পোলের পর চাঙ্গা শেয়ারবাজার। সেনসেক্স ও নিফটি সব রেকর্ড ভেঙেছে! এক্সিট পোলের ফলাফল আসার পরে, অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞরা শেয়ার বাজারে একটি দুর্দান্ত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। যা আজ সত্যি হয়েছে। সেনসেক্স, নিফটির উভয় সূচক প্রায় ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে। এক্সিট পোল স্টক মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলেছে, সেনসেক্স এবং নিফটি রেকর্ড পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

এক্সিট পোলের সমীক্ষা সামনে আসার পর শেয়ার বাজারে উচ্ছ্বাস। ফিরছেন মোদী, এমনই লক্ষণ দেখা দিতেই সেনসেক্স-নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার শেয়ারবাজারে অভূতপূর্ব উত্থান দেখা গেছে। এক্সিট পোল বিজেপি-নেতৃত্বাধীন NDA জোটের ক্ষমতায় ফেরার পুর্বাবাস দিতেই শেয়ার বাজার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটি। এক্সিট পোল সমীক্ষা অনুসারে দেশে তৃতীয় মেয়াদে সরকার গড়তে চলেছে মোদী সরকার। এক্সিট পোলে বিজেপি তথা এনডিএ-র জয়ের ইঙ্গিত মিলতেই বিরাট লাফ শেয়ার বাজারে। সেনসেক্স তালিকাভুক্ত ৩০ টি কোম্পানির শেয়ার বেড়েছে। পাওয়ার গ্রিড, এনটিপিসি, লারসেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে।

সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই ২৬০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। ৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। নিফটিও ২৩ হাজারের উপরে। এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ২৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়, ৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক।

অপরদিকে নিফটি ৫০-র সূচক বিগত চার বছরে সবথেকে বড় লাফ দিয়েছে। নিফটির সূচক ২৩৩৩৮.৭০ অঙ্কে পৌঁছেছে। BSE-এর বাজার মূলধন ৪২৩.৯৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। শুক্রবার, এই বাজার মূলধন ছিল ৪১২.২৩ লক্ষ কোটি টাকা। অর্থাৎ বাজার খোলার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আয় বেড়েছে ১১ লাখ কোটি টাকারও বেশি।

বিএসইতে ৩১০০টি শেয়ার লেনদেন হচ্ছে যার মধ্যে ২৬৭০টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে । ৩২৮ টি শেয়ারের দরপতন চলছে এবং ১০২টি শেয়ার কোনো পরিবর্তন ছাড়াই লেনদেন হচ্ছে।

আরও পড়ুন- [ Sonia Gandhi on exit poll: এক্সিট পোলে NDA-এর দুর্দান্ত জয়ের ইঙ্গিত, প্রথম মুখ খুললেন সনিয়া, কী বললেন প্রবীণ কংগ্রেস নেত্রী? ]

NSE নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ৪৮টিতেই লাভের লেনদেন হচ্ছে। যেখানে মাত্র ২ টি শেয়ারের দর পতনের হয়েছে। আদানি পোর্টস ৮.৬৭ শতাংশ এবং শ্রীরাম ফাইন্যান্স ৭.০৪ শতাংশ বৃদ্ধি পেয়ে শীর্ষে রয়েছে। আদানি এন্টারপ্রাইজ ৬.৯৯০ শতাংশ, পাওয়ার গ্রিড ৬.৭৭ শতাংশ এবং এনটিপিসি ৫.৫৪ শতাংশে বিরাট লাফ দিয়েছে। লোকসভা নির্বাচনের এক্সিট পোলের পর ভারতের শেয়ার বাজারেবিরাট উত্থান চোখে পড়েছে। BSE সেনসেক্স ৭৬ হাজারের সূচক পেরিয়ে সর্বকালের রেকর্ড গড়েছে।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Sensex surge over 3 5 nifty crosses 23300 mark on optimistic exit poll results769263

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com