বাংলা নিউজ > ক্রিকেট > ওয়াঙ্খেড়েতে বিরাটের উদ্যোগেই বন্দেমাতরম গান শুরু হার্দিক-রোহিতদের! ভাইরাল ভিডিয়ো

ওয়াঙ্খেড়েতে বিরাটের উদ্যোগেই বন্দেমাতরম গান শুরু হার্দিক-রোহিতদের! ভাইরাল ভিডিয়ো

বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল। ছবি- পিটিআই (PTI)

ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে আইসিসি টি২০ বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশন অনুষ্ঠান হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। সেখানে দলের সতীর্থদের বিরাট কোহলিই অনুরোধ করেন এআর রহমানের বন্দেমাতরম গানের সঙ্গেই গলা মেতালে।

আইসিসি টি২০ বিশ্বকাপ জিতে ভারতীয় দল দেশে ফেরার পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে উচ্ছাসের জোয়ারে ভেসেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাও তো কোহলি, হার্দিকরা শুধুই মুম্বই এবং দিল্লিতে গেছিলেন, গোটা ভারতে যদি তাঁরা জেতেন তাহলে প্রত্যেক শহরেই হয়ত একদিন করে ছুটি ঘোষণা করতে হত, সমর্থকদের মধ্যে তাঁদের ঘিরে পাগলামি ঠিক এমন জায়গায় পৌঁছেছিল। বৃহস্পতিবার মেরিন ড্রাইভে ভারতীয় দলের ভিক্ট্রি প্যারেডে লক্ষাধিক মানুষের জনসমাগমই বুঝিয়ে দিয়েছিল এই ট্রফি প্রত্যেকের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। ২০১১ বিশ্বকাপ যেই ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে সেখানেই গিয়ে দর্শকদের সামনে গান করেছিল টিম ইন্ডিয়ার সদস্যরা, অবশেষে তারই নেপথ্য কারিগর খুঁজে পাওয়া গেল।

আরও পড়ুন-‘ওর মতো বোলার যুগে একটা আসে’!বিরাটের মন্তব্যে শুরু স্লোগান, ভিডিয়ো শেয়ার বুমরাহর

সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা গোটা মাঠে ঘুরছেন এবং দর্শকদের অভিবাদন কুড়াচ্ছেন। সেই সময়ই বক্সে হঠাৎ ভেসে ওঠে এআর রহমানের গলায় বন্দেমাতরম গান। ফুল প্যাকড ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে হয়ে ওঠে এক ম্যাজিকাল মূহূর্ত। সেই সময়ই টিম ইন্ডিয়ার সদস্যরাও সেই গানের সঙ্গে গলা মেলাতে শুরু করেন, যার জেরে পরিস্থিতি আরও জমজমাট হয়ে ওঠে।

আরও পড়ুন-আইপিএলের সময় টানা সমালোচনা! বিশ্বকাপ জয়ের পর হার্দিককে নিয়ে নীরবতা ভাঙলেন পাঠান

সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এআর রহমানের গান বাজার সময় বিরাট কোহলি দলের সতীর্থদের উদ্দেশ্যে বলছেন গান গাওয়ার জন্য একসঙ্গে। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মারাও তাঁর সঙ্গে সহমত হন। এরপর কোহলি দুহাত ছুঁড়ে গান ধরতেই রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া , রোহিত শর্মারাও গলায় ধরেই সেই অসাধারণ গান, গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঠে উপস্থিত বহু সমর্থকেরই। কারণ দেশের জন্য সেই মূহূর্ত ছিল অত্যন্ত গর্বের। ২০১১ সালের পর ফের বিশ্বকাপের ট্রফি ছঁয়ে দেখার সুযোগ পায় টিম ইন্ডিয়া। এর আগে ২০১৪ এবং ২০২৩ সালে দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল তাঁদের। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার তো ছিলই। ফলে ক্রিকেটার এবং ফ্যান সকলের কাছেই এই জয়ের স্বাদ ছিল একদমই অন্যরকম।

আরও পড়ুন-কবে চুরমা খাওয়াবেন প্রধানমন্ত্রীকে, জানিয়ে দিলেন নীরজের মা! এবার স্পেশাল ট্রিট…

গোটা প্রতিযোগিতায় বিরাট কোহলি তেমন রান না পেলেও দলের প্রয়োজনের সময় ঠিক জ্বলে ওঠেন চেজ মাস্টার। ৫৯ বলে ৭৬ রান করেন, বড় রানের পুঁজি থাকায় হার্দিক, বুমরাহ, আর্শদীপরাও দুরন্ত বোলিং করে ম্যাচ বের করে আনেন এবং দেশকে বিশ্বকাপ জেতান। বিশ্বজয়ের পরই অবশ্য সকলের মন খারাপ করে দিয়ে টি২০ থেকে অবসর নেন কোহলি, রোহিত, জাদেজা।

ক্রিকেট খবর

Latest News

Pakistan Women বনাম United Arab Emirates Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? SL vs IND T20I: ১৬ সদস্যের দলে একাধিক চমক, শ্রীলঙ্কার নয়া অধিনায়ক আসালঙ্কা নির্মলা সীতারমণের বাজেটকে ‘অন্ধ্র - বিহার বাজেট’ বলে কটাক্ষ তৃণমূলের আজ প্রথম মঙ্গলা গৌরী ব্রত, দাম্পত্য জীবনে শান্তি ফেরাতে করুন এই বিশেষ কাজ শ্রাবণ মাসে পার্থিব শিবলিঙ্গের পুজো খুব বিশেষ, বদলায় ভাগ্যের রেখা, আসে সমৃদ্ধি রোহিত শেট্টি অজয়ের সঙ্গে তাঁর ৩৩ বছরের সম্পর্ক নিয়ে যা বললেন Budget Day 2024: ২০১৯-২০২৪ সালের মধ্যে অর্থমন্ত্রীর পরনে আইকনিক সব শাড়ি ‘‌পাঁচ কোটি আদিবাসী মানুষের উন্নতি ঘটবে’‌, জনজাতীয় উন্নত গ্রাম প্রকল্প নির্মলার আমাদের কথাই বাজেটে নকল করেছেন নির্মলা, ইন্টার্নশিপে মাসে ৫০০০, কটাক্ষ কংগ্রেসের নয়া আয়কর কাঠামোর ঘোষণা নির্মলার, কত হারে কর দিতে হবে? নয়া ট্যাক্স স্ল্যাব দেখুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.