বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌আমাকে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেয়’‌, কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের

‘‌আমাকে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেয়’‌, কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের

কুণাল ঘোষ-কল্যাণ চৌবে

মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। মোহনবাগানের সহ–সভাপতি পদে রয়েছেন কুণাল ঘোষ। সেই সূত্রে কল্যাণ চৌবে তাঁর পূর্ব পরিচিত। তাই এই প্রস্তাব এসেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়েছে।

রাত পোহালেই চার বিধানসভার উপনির্বাচন। আর তার আগেই রাজ্য–রাজনীতি কার্যত তোলপাড় হয়ে গেল। কারণ মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অন্তর্ঘাতের প্রস্তাব এল তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের কাছে। আজ, মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তা ফাঁস করে দেন কুণাল নিজেই। সুতরাং উপনির্বাচনের প্রাক্কালে নাটকীয় ঘটনা ঘটে গেল। কুণাল ঘোষকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফোন করেন বলে দাবি। একটি অডিয়ো ক্লিপ তা নিয়ে সামনে এসেছে। যা টেলিফোনে কল্যাণ–কুণালের কথোপকথন বলে দাবি করা হচ্ছে। সেখানে কুণালকে অন্তর্ঘাত করার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিনিময়ে ক্রীড়াজগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন কল্যাণ বলে দাবি।

এদিকে অডিয়ো প্রকাশ করে কুণাল ঘোষের দাবি, তাঁকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনে তাঁকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। ভোটে সাহায্য করলে ক্রীড়াজগতে তাঁকে পদ পাইয়ে দেওয়ার কথা বলেছেন কল্যাণ। তবে কুণাল ঘোষের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ চৌবে। ফোন করেছিলেন সেটা মেনে নিলেও পদ পাইয়ে দেওয়ার কথা মিথ্যে বলে মন্তব্য করেন কল্যাণ। নিজের দাবির সপক্ষে একটি অডিয়ো ক্লিপ সংবাদমাধ্যমের সামনে আনেন তৃণমূল কংগ্রেস নেতা। যদিও ওই অডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। কুণাল বলেন, ‘‌রবিবার রাত সাড়ে ১১ নাগাদ ফোন করেন কল্যাণ। আমাকে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেয়। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দেন বিজেপি প্রার্থী।’‌

আরও পড়ুন:‌ ‘‌১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে’‌, বাজার কমিটির বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়েছে। সদ্য লোকসভা নির্বাচনে বিজেপিকে গোহারা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর এই প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ। কুণাল ঘোষের দাবি, ‘‌আমি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। বিজেপির পরাজয় নিশ্চিত বুঝেই অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। তিনি জানেন যে আমি তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির আহ্বায়ক। যদিও আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া গণতন্ত্রের সৌজন্য। কিন্তু এটা তো একধরনের ঘুষ। এটা কী রাজনীতি?’‌ এই অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ।

এছাড়া মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। মোহনবাগানের সহ–সভাপতি পদে রয়েছেন কুণাল ঘোষ। সেই সূত্রে কল্যাণ চৌবে তাঁর পূর্ব পরিচিত। তাই এই প্রস্তাব এসেছে বলে মনে করা হচ্ছে। যদিও পাল্টা কল্যাণ চৌবের বক্তব্য, ‘‌আমি সকলের কাছে ভোট প্রার্থনা করছি। সেই হিসাবে তাঁর সঙ্গেও কথা বলেছি। কিন্তু আমি কোনও প্রতিশ্রুতি দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা। পুরো অডিয়ো ক্লিপিং শোনালে সেটা বোঝা যাবে। কুণাল ঘোষ নিজে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমার কাছে এসেছিল ২০১৯ সালের আগে। তখন বিজেপি ওকে নেয়নি।’‌

বাংলার মুখ খবর

Latest News

আবার চমক! পুজো এবার বিশাল গোলকে 11D ছায়াছবি দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে ফুলের সাজে সোহিনী, গায়ে এলিয়ে শোভন! দাদা-বউদিকে দেখে দীপ্সিতার প্রতিক্রিয়া দেখুন অনুমতি না নিয়েই কাজের 'অপরাধে শাস্তি' পাচ্ছেন রাহুল, গর্জে উঠলেন সোমক সাদা চেকের হ্যান্ডলুম শাড়ি, 'বহি-খাতা' ট্যাব নিয়ে নির্মলার বাজেট-লুক একনজরে ‘আমি মরে গেলে যেন মাকে জানানো হয়’ হোটেল থেকে উদ্ধার IT বিশেষজ্ঞের দেহ কেঁদেই ফেললেন লিয়েন্ডার পেজ ও বিজয় অমৃতরাজ! টেনিসের ‘হল অফ ফেম’-এ দুই তারকা জমি দখলের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে, তাকেই গ্রেফতার করল পুলিশ প্রতিযোগীদের 'জীবন বদলাতে' প্রস্তুত কৌন বনেগা ক্রোড়পতি ১৬, কবে থেকে শুরু হচ্ছে? 'এটা এখন যুদ্ধ', হাসিনার অফিসের ওয়েবসাইট হ্যাক, উঠল 'স্বাধীনতার' দাবি ২০৪৭-তে ভারতের মাথাপিছু আয় হবে ১৪.২ লাখ টাকা, বাড়বে ৭ গুণ! পূর্বাভাস কেন্দ্রের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.